আপনার নিজের জন্ম নিবন্ধন কার্ডটি অনলাইনে বের করে দেখতে চান? কোন সমস্যা না। আজকের এই ছোট টিউটোরিয়ালে আমি সেই বিষয়েই আলোচনা করবো, যাতে করে আপনি ভবিষ্যতে যেকোন সময়ই, কোন রকম ঝামেলা ছাড়া আপনার জন্ম নিবন্ধন কার্ডটি বের করতে পারেন।
অনলাইনে আপনার জন্ম নিবন্ধন কার্ডটি কিভাবে দেখবেন?
আসলে বিষয়টি তেমন জটিল নয়, একেবারেই সোজা। যদি আপনি নিজে নিজে ফেসবুক ব্যাবহার করতে পারেন, তাহলে এই ছোট জিনিসটাও করতে পারবেন। শুধু আপনাকে একটু মনযোগী হতে হবে এবং সামান্য ধৈর্য ধরে কাজটি করতে হবে। তো চলুন দেখে নেই কিভাবে অনলাইনে নিজের জন্ম নিবন্ধন কার্ডটি দেখা যায়ঃ
Step-1
কাজটি করার জন্য প্রথমেই আমাদের একটি ব্রাউজারের প্রয়োজন হবে। আপনি যেকোন ব্রাউজারই ব্যাবহার করতে পারেন। তবে যেহেতু আমার মোবাইলে ক্রোম ব্রাউজার আছে, তাই আমি সেটাই অপেন করে নিচ্ছি।
Step-2
ব্রাউজারটি অপেন হয়ে গেলে, সার্চবারে Online BRIS লিখে সার্চ করুন। দেখবেন বাংলাদেশ সরকারের অফিশিয়াল অনলাইন জন্ম নিবন্ধনের ওয়েবসাইটটি দেখাবে। অথবা আপনি আমার দেওয়া লিংকে ক্লিক করেই সরাসরি সেখানে চলে যেতে পারেন। Link: https://everify.bdris.gov.bd/
লিংকে ক্লিক করার পরই আপনার সামনে নিচের মত একটা পেইজ অপেন হবে।
Step-3
ওই পেইজে যাওয়ার পর আপনার সামনে অনেকগুলা অপশন থাকবে। নিচের ছবিটির দিকে লক্ষ্য করুনঃ
- প্রথম ঘরে আপনার জন্ম নিবন্ধনের ১৭ ডিজিটের নাম্বারটি লিখুন।
- এরপর দ্বিতীয় ঘরে আপনার জন্ম তারিখটি লিখুন।
- সর্বশেষে দুইটা সংখ্যা দেখতে পাবেন, ওই দুইটা সংখ্যার যোগফল একেবারে শেষের ঘরে বসান।
ব্যাস আপনার কাজ শেষ। এখন Search বাটনে ক্লিক করুন এবং কিছুক্ষনের ভিতরেই আপনি আপনার জন্ম নিবন্ধনটি দেখতে পাবেন।
যদি আপনার জন্ম নিবন্ধনের কোড সংখ্যা ১৩ ডিজিটের হয়ে থাকে, তাহলে কোডগুলোর আগে আপনার জন্ম তারিখের চার ডিজিট যোগ করে বসিয়ে দিন। কিন্তু যদি ১৭ ডিজিটের কোড বসিয়ে সার্চ করার পরও আপনার জন্ম নিবন্ধনটি না আসে, তাহলে বুঝতে হবে যে আপনার জন্ম-নিবন্ধনটি ডিজিটাল করা নেই। এক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ ভোট অফিসে গিয়ে খুব সহজেই কাজটি করে নিতে পারবেন।
জন্ম-নিবন্ধন কার্ডটি হারিয়ে গেলে কি করবেন?
আপনার জন্ম-নিবন্ধন কার্ডটি হয়তো হারিয়ে গেছে অথবা আপনি কোন কারনে ১৭ ডিজিটের কোডটি পাচ্ছেন না, তাহলে এক্ষেত্রে কি করবেন? Well, এক্ষেত্রে আপনার একটাই করনীয় আছে, আর সেটা হলো আপনাকে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদে যোগাযোগ করতে হবে। সেখান থেকে আপনি শুধু আপনার নাম দিয়েই জন্ম নিবন্ধন নাম্বারটি জেনে নিতে পারবেন। এই বিষয়ে আপনি যদি আরো বিস্তারিত পড়তে চান, তাহলে এই লিংক থেকে পড়তে পারেন।
আমার জন্ম নিবন্ধন কার্ডটি ডিজিটাল কিনা, কিভাবে জানবো?
এটা বের করা একেবারেই সহজ। শুধু এই লিংকে- https://everify.bdris.gov.bd ক্লিক করুন। তারপর সেখানে আপনার জন্ম নিবন্ধনের ১৭ ডিজিটের সংখ্যা এবং জন্ম তারিখটি বসিয়ে দিয়ে সার্চ করুন। যদি আপনার কার্ডটি আসে, তাহলে আপনার জন্ম নিবন্ধনটি ডিজিটাল করা। আর যদি না আসে, তাহলে ডিজিটাল করা নাই।
জন্ম নিবন্ধনটি চেক করার জন্য কোন apps আছে?
আমি ইন্টারনেটে অনেক খোঁজা-খুঁজি করেছি। কিন্তু বিশ্বাস করুন, আমি একটাও পাই নাই। আপনি যদি আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনের মাধ্যমে দেখতে চান, তবে অবশ্যই আপনাকে BRIS সাইটের মাধ্যমে আমার দেখানো পদ্ধতিতে দেখতে হবে।
শেষ কথা!
এতক্ষন অনেক বকর-বকর করলাম। আমি যথেষ্ট চেষ্টা করেছি বিষয়টা ক্লিয়ার করে লিখার জন্য। এরপরও যদি আপনার বুঝতে ঝামেলা হয়, তাহলে নিচে কমেন্ট করতে পারেন। আমি নিজের হাতে আপনার কার্ডটি বের করে দেওয়ার চেষ্টা করবো।
আমি আশা করি পোষ্টি আপনার ভালো লেগেছে। যদি আসলেই ভালো লেগে থাকে, তাহলে পোষ্টি আপনার ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন। দেখা হবে অন্য আরেকটা টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।