Monalisa: ব্যাকলেস পোশাকে ব্ল্যাক বিউটি মোনালিসা, ছবি ভাইরাল হতেই নজর কড়েছেন ভক্তদের

অভিনয় জগতের একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসার করছেন তিনি। থেকে থেকেই তার ঝলকও মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়।

বর্তমানের অভিনেত্রী হিসেবে নেটমাধ্যমে তার আনাগোনা নেহাতই কম নয়। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তারা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর এক ঝলক পাওয়ার জন্য। অভিনয়ের পাশাপাশি নিজের পরিবার ও স্বামী বিক্রান্তের সাথে সময়ও কাটাতে পছন্দ করেন তিনি। পাশাপাশি সময়-সুযোগ পেলে বেরিয়ে পড়েন ঘুরতে। সেইসমস্ত মুহূর্তগুলোর ঝলক নিজেই ভাগ করে নেন নিজের অনুরাগীদের সাথে। আর খুব স্বাভাবিকভাবেই তা ভাইরাল হয় নিমেষে।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিতে মোনালিসাকে কালো ব্যাকলেস পোশাকে রীতিমতো বোল্ড লুকে দেখা গিয়েছে। খোলা চুলে মানানসই গ্লসি মেকাপে ছিলেন অভিনেত্রী। গলায় একটি হালকা পেনডেন্টের পাশাপাশি হাতে ছিল মূল্যবান ব্রেসলেটও। ওয়েস্টার্ন পোশাকে তার চোখে মুখে ছিল আবেদনের ছাপ স্পষ্ট। সম্ভবত কোনো এক ইভেন্টের সূত্রেই এই লুকে দেখা দিয়েছেন মোনালিসা। বলাই বাহুল্য, অভিনেত্রীর সাম্প্রতিক আউটফিট নজর কেড়েছে সকলের। পাশাপাশি প্রশংসাও কুড়িয়েছে অনেক। আপাতত বলাই যায়, অভিনেত্রীর এই লুক আবারো মুগ্ধ করেছে তার অগণিত ভক্তমহলকে।

খুব শীঘ্রই দঙ্গল টিভিতে শুরু হতে চলেছে ‘ফব্বারা চৌক’। সোম থেকে শনি দঙ্গল টিভিতে সন্ধ্যা ৭’টার সময় সম্প্রচারিত হবে এই শো। ৫’ই ডিসেম্বর থেকে টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে এই শো। আসন্ন এই শোতে ‘রমা’র চরিত্রেই দেখা যাচ্ছে মোনালিসাকে। এই মুহূর্তে বলাই বাহুল্য, রমার একাধিক লুক রীতিমতো ভাইরাল নেটমহলে। প্রশংসাতেও ভরাচ্ছেন ভক্তরা। তার ঝলক মিলবে সোশ্যাল মিডিয়াতেই।from Bharat Barta https://ift.tt/ln2wWbO
via IFTTT

Comments