মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যিনি কোনো না কোনো কারণে মিডিয়ার আলোতে থাকেন। তাকে নিয়ে চর্চা চলতে থাকে প্রায়ই। কখনো তার পোশাক নিয়ে, আবার কখনো তার থেকে বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সাথে তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় চর্চা চলে। অনেকক্ষেত্রে বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকারও হতে হয় অভিনেত্রীকে, তবে সেইসমস্ত বিষয়কে কোনদিনই বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি। তবে সম্প্রতি একেবারে একটি ভিন্ন কারণে চর্চিত হচ্ছেন মালাইকা।
খুব সম্প্রতি ‘হটস্টার স্পেশালস্’এ শুরু হয়েছে মালাইকা আরোরর ‘মুভিং ইন উইথ মালাইকা’। সেখানেই খুব সম্প্রতি এক এপিসোডে আসতে চলেছেন নোরা ফাতেহি ও টেরেন্স লুইস। আর সেই এপিসোডেরই টিজার সম্প্রতি শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। এই টিজারেই উঠে এসেছে নোরা ও মালাইকার ঠান্ডা গরম সম্পর্কের ঝলক। আর সেই ঝলকের সূত্র ধরেই এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে এই দুই অভিনেত্রী। সেই ভিডিওরই আরেক ঝলকে দেখা মিলেছে কারাণ জোহরেরও।
আসন্ন এপিসোডে ‘মুভিং ইন উইথ মালাইকা’তে মালাইকার সাথে একসঙ্গে বসে কথা বলতে দেখা যাবে নোরা ফাতেহি ও টেরেন্স লুইসকে। এদিন অতিথি হিসেবে থাকবেন তারাই। তবে সাম্প্রতিক টিজারে কথায় কথায় জনপ্রিয় ডান্স কোরিওগ্রাফার টেরেন্সকে বলতে শোনা গিয়েছে, তিনি মালাইকার নাচের ধরন পছন্দ করেন। ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানের সাথে তার নাচ বিজয় পছন্দ কোরিওগ্রাফারের। এই কথা শুনে হঠাৎই রেগে যান নোরা। তার কথায়, টেরেন্স একই কথা প্রয়োগ করেছেন তার ক্ষেত্রেও। আর তারপরেই ক্যামেরার সামনে থেকে উঠে চলে যান অভিনেত্রী। টিজারে টেরেন্সকে তাকে মানানোর জন্য যেতে দেখা গিয়েছে। নোরার সাথে মালাইকার এই ঠান্ডা গরম সম্পর্কের ঝলক প্রকাশ্যে আসতেই চর্চা তুঙ্গে। আপাতত এই এপিসোড দেখার অপেক্ষায় রয়েছেন সকলেই। উল্লেখ্য, সোম থেকে বৃহস্পতি হটস্টারেই দেখা যাবে এই শো। ঠিক রাত ৮’টায় সম্প্রচারিত হবে এটি।
from Bharat Barta https://ift.tt/2wHUCWv
via
IFTTT
Comments
Post a Comment