অজয় দেবগন ও কাজল বলিউডের অন্যতম জনপ্রিয় দুই তারকা। অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও নিজেদের রসায়নের জন্য বেশ জনপ্রিয় তারা। শুরু থেকেই নিজেদের ছেলে-মেয়েকে লাইমলাইট থেকে দূরে রেখেছেন এই তারকা জুটি। পাপারাজিৎদের ক্যামেরা থেকে এখনো পর্যন্ত তাদের বেশ কিছুটা দূরেই রেখেছেন তারা। অজয় দেবগন ও কাজলকে এখন প্রায়ই মিডিয়াতে চর্চায় থাকতে দেখা যায় তাদের মেয়ে নাইসার জন্য।
অজয় দেবগন ও কাজলের দুই সন্তান। মেয়ের নাম নাইসা ও ছেলে যুগ। নাইসার থেকে যুগ বয়সে ছোট অনেকটাই। সে নিজের বাবা-মায়ের সাথে মুম্বাইতেই থাকে। তবে পড়াশোনার খাতিরে বিদেশে থাকেন নাইসা। সেখানেই নিজের পড়াশোনা শেষ করছেন তিনি। তবে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বলিউডে ডেবিউ ঘটতে চলেছে তার। তবে সেই প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।
পাপারাজিৎদের ক্যামেরা থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ ১৯ বছর বয়সী নাইসা। প্রায়ই নিজের বন্ধুদের সাথে কাটানো একাধিক মুহূর্তের ছবি কিংবা ভিডিও শেয়ার করে থাকেন তিনি। তবে সম্প্রতি তিনি একেবারে একটি ভিন্ন কারণে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। নিজের রূপ ও শরীরস্বাস্থ্য নিয়ে একটু বেশিই সচেতন নাইসা। আর সেই প্রসঙ্গেই এই মুহূর্তে চর্চায় তিনি। তবে অনেকের মতে, প্লাস্টিক সার্জারি করিয়েছেন অভিনেত্রী কন্যা। তবে সেকথা যে সত্যি নয়, তা এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন।।
এক সাক্ষাৎকারে কাজল জানিয়েছিলেন, তার মেয়ে নাইসা বাবা অজয় দেবগনের মতোই রূপ শরীরস্বাস্থ্য নিয়ে একটু বেশিই সচেতন। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি ডায়েট মেনে খাবারও খান তিনি। রোজ ঘুম থেকে উঠে সুস্থ পাকস্থলীর জন্য খালি পেটে অভিনেত্রী কন্যা ২-৩ গ্লাস হালকা গরম জল খান। পাশাপাশি সারাদিন স্বাস্থ্যকর খাবারও খান তিনি। নিয়ম মেনে প্রতিদিন ফল, ওটস্ ও ডিম খান নাইসা। ছোট থেকেই তার এই স্বাস্থ্য সচেতনতাই তার সৌন্দর্যের অন্যতম কারণ, মত কাজলের। এই মুহূর্তে অভিনেত্রীর এই সাক্ষাৎকারের সূত্র ধরেই তিনি ও তার কন্যা চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।
from Bharat Barta https://ift.tt/qVOsvex
via
IFTTT
Comments
Post a Comment