ভারতের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার তথা বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবের স্পষ্ট মন্তব্য সম্প্রতি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তিক্ত হলেও সত্য মন্তব্যের কারণে বর্তমানে টাইম লাইনে রয়েছেন কিংবদন্তি এই অধিনায়ক। ১৯৮৩-র বিশ্বকাপে তার নেতৃত্বে ভারতীয় দল ওডিআই ক্রিকেটে প্রথমবার শিরোপা স্পর্শ করার গৌরব অর্জন করেছিল। ২০২৩ সালে ফের ভারতের সামনে সুযোগ রয়েছে বিশ্বকাপ নিজেদের করে নেওয়ার। কারণ চলতি বছরের শেষ লগ্নে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে ওডিআই বিশ্বকাপের মেগা আসর। আর সেই উদ্দেশ্যে স্পষ্ট মন্তব্য দিয়েছেন কপিল দেব।
এদিন তিনি সংবাদমাধ্যমে দেওয়া এক বক্তৃতা বলেন,’আপনি যখন ঘন ঘন প্লেয়ার পরিবর্তন করেন তখন অনেক নতুন প্লেয়ার খেলার সুযোগ পান। কিন্তু সেটা দলের জন্য কখনোই মঙ্গলকর কিছু করতে পারেনা। আমি মনে করি, ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটার দল তিন ভাগে বিভক্ত হতে চলেছে। টি-টোয়েন্টি, ওডিআই এবং টেস্ট ক্রিকেটের জন্য আলাদা অধিনায়কের হাতে আলাদা দল থাকতে চলেছে।’
তিনি তার বক্তৃতায় আরও বলেন,’অধিনায়ক চাইলে প্লেইং ইলেভেনে পরিবর্তন করতে পারেন। তবে কোন ম্যাচের ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ নির্বাচিত হওয়া ক্রিকেটারকে কিভাবে পরের ম্যাচে মাঠের বাইরের পথ দেখাতে পারেন অধিনায়ক? ব্যাপারটা আমার আজও বোধগম্য হয় না।’ উল্লেখ্য, শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিস্ফোরক শতরানের ইনিংস খেলেও ওডিআই সিরিজের প্রথম দুটি ম্যাচে মাঠের বাইরে বসে থাকতে হয়েছে সূর্য কুমার যাদবকে। শুধু তাই নয়, একই জিনিস লক্ষ্য করা গিয়েছিল বাংলাদেশ সিরিজেও। প্রথম ম্যাচের ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ কুলদীপ যাদবকে দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে মাঠের বাইরে বের করেছিলেন ভারতীয় অধিনায়ক।
from Bharat Barta https://ift.tt/nCdkGeZ
via
IFTTT
Comments
Post a Comment